Aalo Scholarship(Apply Online): আলো স্কলারশিপ প্রতিবছর পান ৭২০০ টাকা | আবেদন করুন এখনি

শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ড যদি মজবুত না হয় তাহলে সমগ্র জাতি অন্ধকারে নিমজ্জিত হয়, আর তার ফলে রাজ্য তথা দেশের ও প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল হয়…. তাই পিছিয়ে পড়া অনগ্রসর দরিদ্র শ্রেণীর মানুষের জন্য, আর্থিক ভাবে দুর্বল পরিবারের ছত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে  নিয়ে যাওয়ার জন্য অন্যতম অবলম্বন হল স্কলারশিপ। বর্তমানে পশ্চিমবঙ্গ তথা কেন্দ্রীয় সরকারের তরফে বা অনেক বেসরকারি প্রতিষ্ঠান বা  এনজিও এর তরফে স্কলারশিপ গুলি প্রদান করা হয়। 

তার মধ্যে পশ্চিমবঙ্গে কার্যকারী স্কলারশিপ গুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য স্কলারশিপ হল আলো স্কলারশিপ((Aalo Scholarship)। আজকে এই পোস্টে এর মাধ্যমে আপনাদেরকে আমরা জানাবো আলো ফাউন্ডেশন এর তরফে কার্যকরী আলোর স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন যোগ্যতাকে কি লাগবে আবেদনের ক্ষেত্রে কি কি প্রক্রিয়া অবলম্বন করলে আপনাদের আবেদনটি সম্পন্ন হবে এই স্কলারশিপ এর মাধ্যমে কত টাকা আপনি অনুদান পেতে পারেন বা কিভাবে আবেদন করলে আপনারা আপনাদের সন্তানদের জন্য শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য অনুদানটি পাবেন সেটির বিস্তারিত তথ্য এই লেখের  মাধ্যমে আপনারা পেয়ে যাবেন।

আশা করছি আপনাদের অন্য কোন প্রশ্ন আর থাকবে না এবং আপনারা এই পোস্টটির মাধ্যমে অনায়াসে সমস্ত তথ্য জোগাড় করে নিতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। 

আলো স্কলারশিপ প্রতিবছর পান ৭২০০ টাকা
                                                                                                     আলো স্কলারশিপ প্রতিবছর পান ৭২০০ টাকা

 

 

চলুন প্রথমে আমরা জেনে নিই আলো স্কলারশিপ (Aalo Scholarship) অধীনে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি

  1. প্রথমত আমরা আপনাদেরকে জানাতে চাইবো যে সকল ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তারাই কেবলমাত্র স্কলারশিপের অনুদানের জন্য আবেদন জানাতে পারবেন।
  2. যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে একাদশ শ্রেণীতে পঠরত তারাই স্কলারশিপে আবেদনের যোগ্য।
  3. আলোর স্কলারশীপে সেই সমস্ত ছাত্র-ছাত্রী অনুদান অনুদান পাবেন যাদের আর্টস ক্রেমে স্ট্রিম সত্য শতাংশ নাম্বার রয়েছে বাণিজ্যিক বা কমার্স বিভাগে ৭৫ শতাংশ সাইন্স বা বিজ্ঞান বিভাগে ৭৫ শতাংশ নাম্বার নিয়ে পাশ করেছে
  4. বর্তমান বছর অর্থাৎ ২০২৩ এ যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই একমাত্র আগামী দিনে স্কলারশিপের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।


আলো স্কলারশিপ এর অধীনে কত টাকা অনুদান পাওয়া যেতে পারে?

যে সমস্ত দুস্থ ছাত্র-ছাত্রী স্কলারশিপ এর জন্য আবেদন করতে চান তারা অবশ্যই এই অনুদানের প্রকল্পে আবেদন করতে পারেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা সমস্ত মাপকাঠি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এই প্রকল্পের অধীনে বাৎসরিক সাত হাজার দুশো টাকা (Rs. 7,200/-) অনুদান পর্যন্ত পেতে পারেন।

এবার আসা যাক আবেদনের প্রক্রিয়া কিভাবে আপনি আবেদন করবেন ?

আলো স্কলারশিপের অধীনে আপনাকে আবেদনের জন্য প্রথমে অবশ্যই আপনাকে অফিশিয়াল স্কলারশিপে অফিসিয়াল ওয়েবসাইটে (http://aalo.org.in/) যেতে হবে।

এরপর আপনাদের হোমপেজে উপস্থিত ভালো স্কলারশিপ এপ্লাই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে আবেদনের জন্য একটি ফর্ম উপস্থিত হবে । যদি আপনারা আপনাদের মোবাইলে পুরো পেজটি না দেখতে পান দয়া করে ক্রম ব্রাউজার ডাউনলোড করুন এবং ডেস্কটপ মোডে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলুন। আর আপনাদের কাছে যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে অনায়াসে আপনারা ওখান থেকে পুরো Page  দেখতে পাবেন।

যাই হোক এর পরের অপশনটা হল ক্লিক করার পর আপনাদের সামনে, একটি নতুন পেজ খুলে যাবে, এটি একটি অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে আপনাদের নাম ঠিকানা বাবার নাম মোবাইল নাম্বার আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কোন স্টিম নিয়ে আপনি পাস করেছেন কোন ক্লাসে বর্তমানে সমস্ত কিছুর ভরে দেবেন আপনাদের বার্ষিক ইনকাম কত এবং আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কী না॥
ইত্যাদি 

সমস্ত ফর্ম ফিলাপ করার পর আপনারা রিভিফিকেশন করে ওটা সাবমিট করে দেবেন। আপনাদের সাবমিট করার সঙ্গে সঙ্গেই, অ্যাপ্লিকেশনটি প্রসেসিং শুরু হয়ে যাবে এবং অন্যদের কাছে যাবার পরে অফিশিয়াল ওয়েবসাইটে যারা রয়েছেন তারা ওটি ভেরিফাই করবেন সঠিকভাবে চেক করে দেখে আপনি যদি এলিজিবল হন তাহলে আপনার ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে।

এবার আসা যাক নির্বাচনের পদ্ধতি কারা কারা নির্বাচিত হবেন

নির্বাচন এবং তার সম্বন্ধে খুঁটিনাটি তথ্য, এই লেখের মাধ্যমে তুলে ধরছে। এই স্কলারশিপের আওতায় আবেদন প্রক্রিয়াটি কার্যকর করা হলে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অনুদানের আবেদন করেছেন তাদের মধ্যে থেকে মাধ্যমিক পরীক্ষার নম্বর কত ছাত্র ছাত্রীদের পরিবারের বার্ষিকী এবং তাদের আর অর্থনৈতিক মাপকাঠি ছাত্রছাত্রীদের স্থায়ী বাসিন্দা সমস্ত কিছু দেখার পর, আবেদন থেকে সটলিস্টেড করে কিছু ছাত্র-ছাত্রী যারা প্রকৃতযোগ্য তাদেরকে নির্বাচন করা হবে। পরবর্তীতে ওই সমস্ত ছাত্র ছাত্রীদের ওই সমস্ত ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, যারা ইন্টারভিউ উত্তীর্ণ হবেন তাদেরকে মেল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং আলো স্কলারশিপের অধীনে অন্যজন পেতে থাকবেন।

এবার জেনে নেয়া যাক আবেদনের সময়সীমা।

এত দ্বারা সমস্ত ছাত্র-ছাত্রীকে জানানো যাচ্ছে যে, এই স্কলারশিপের অধীনে অনুদানের জন্য এখনো পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া হয়নি। বিভিন্ন সূত্র মারফত আমরা যা জানতে পেরেছি ভালো স্কলারশিপের অধীনে অনুমোদনের জন্য যে সমস্ত এপ্লিকেশন ছাত্র-ছাত্রীরা করবেন তার সময়সীমা কোন এখনো ঠিক হয়নি এখনো প্রক্রিয়া শুরু হয়নি তবে আশা করা যাচ্ছে, ২০২৩ এর অগাস্টের মধ্যে আলো স্কলারশিপ এর অধীনে আবেদন এবং বাছাই করার প্রক্রিয়া এবং অনুমোদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব ফ্রেন্ডস এবং পরিবারের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে এই তথ্যটি সময় ভাগ করে নিতে পারে ধন্যবাদ

Leave a Comment